Image description

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে সোমবার থেকে। সংঘাত বন্ধ করতে আবারও হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে তিনি ফোন করবেন এবং গত জুলাই মাসে তাঁর মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করবেন।

উল্লেখ্য, ট্রাম্পের হস্তক্ষেপে গত জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু গত সোমবার থেকে সীমান্ত এলাকায় পুনরায় সংঘাত শুরু হয় দেশ দুটির মাঝে। 

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পেনসিলভানিয়ায় একটি সমাবেশে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির অবসানের প্রস্তাব দেন। এ সময় তিনি তাঁর মধ্যস্থতায় বন্ধ হওয়ার যুদ্ধের একটি তালিকাও দেন, যার মধ্যে আছে ভারত-পাকিস্তান এবং ইসরায়েল-ইরান যুদ্ধ।

ট্রাম্প বলেন, ‘আমার বলতে খারাপ লাগছে, কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধ আজ শুরু হয়েছে, এবং আগামীকাল আমাকে একটি ফোন কল করতে হবে।’

তিনি আরও বলেন ‘আর কে বলতে পারে, ‘আমি একটি ফোন কল করব এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দুটি শক্তিশালী দেশের যুদ্ধ থামিয়ে দেব?’

এদিকে, নতুন করে শুরু হওয়া সংঘাতের জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অন্যকে দায়ী করেছে। বুধবার সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ করেছে একে অন্যের বিরুদ্ধে। এছাড়া চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের বিষয়ে দেশ দুটি এখনও অনড়।