যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, পৃথক এসব হামলায় আরও অন্তত একজন আহত হয়েছেন।
রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের ইয়াতার এলাকায় একটি মোটরসাইকেলে চালানো ইসরায়েলি হামলায় একজন নিহত এবং অপর একজন আহত হন। একই দিনে সাফাদ আল-বাতিখ ও বারাশিত শহরের মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে হামলায় আরও একজন প্রাণ হারান।
এছাড়া, টায়ার জেলার জুয়াইয়া শহরে ইসরায়েলি হামলায় স্থানীয় পৌর পরিষদের এক সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গত মাসে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৫ সালের শেষ নাগাদ হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে, তবে লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ শুরু করতে প্রস্তুত তেল আবিব।
অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি শুক্রবার সতর্ক করেছেন যে—ইসরায়েল লেবাননের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে আরব ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে বৈরুতকে বার্তা দেওয়া হয়েছে।
তিনি জানান, সম্ভাব্য হামলা থেকে দেশ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে লেবানন।




Comments