Image description

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বন্ডাই সৈকতে যারা গুলি চালিয়েছে তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের। তাদের মধ্যে এক শিশু আছে। 

দেশটির সরকার এ ঘটনাকে ‘ইহুদিবিদ্বেষ’ বলে নিন্দা জানিয়েছে। ঘটনার সময় জনপ্রিয় সৈকতটিতে ইহুদিদের হানুকা উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজার খানেক মানুষের ভিড় বাড়লে একটি সেতু থেকে নির্বিচারে গুলি চালাতে থাকে দুই ব্যক্তি।  

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, বাবা ও ছেলের ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র থাকতে পারে। পুলিশ এখনো হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা স্পষ্টতই ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনানো হয়েছে।

প্রায় তিন দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। গুলিবিদ্ধসহ আহত আরো ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘এটি নিখাদ ইহুদিবিদ্বেষের প্রকাশ। এটি আমাদের ভূখণ্ডে সংঘটিত সন্ত্রাসবাদ।’

হানুকা উৎসব উপলক্ষে সৈকতটিতে প্রায় ১ হাজার লোক জড়ো হয়েছিলেন। ওই সময় দীর্ঘ নলযুক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে দুই ব্যক্তি প্রায় ১০ মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশ ৫০ বছর বয়সী একজনকে গুলি করে হত্যা করে। ২৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন।