Image description

সুদানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে প্রাণঘাতী ড্রোন হামলার পর বৃহস্পতিবার রাজধানী খার্তুম ও পোর্ট সুদানসহ দেশটির বেশ কয়েকটি বড় শহর অন্ধকারে ঢেকে গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রিভার নাইল রাজ্যের আতবারা শহরে বিদ্যুৎকেন্দ্রে হামলার পর সেখানে ব্যাপক আগুন ও ধোঁয়া দেখা গেছে। বর্তমানে শহরটিতে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) তীব্র সংঘর্ষ চলছে।

বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, প্রথম ড্রোন হামলার পর সৃষ্ট আগুন নেভাতে গিয়ে বেসামরিক প্রতিরক্ষার দুই সদস্য নিহত হয়েছে।

তিনি আরএসএফ-এর দিকে ইঙ্গিত করে বলেন, দ্বিতীয় দফা হামলায় উদ্ধারকর্মীরাও আহত হন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।