সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অন্তত ১৩ টি ফ্লাইট।
সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে বৃষ্টি-বন্যা বেশ বিরল হলেও বৃহস্পতি-শুক্র টানা দু'দিন ধরে চলে ভারি বর্ষণ। এতেই তৈরি হয় বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে বহু এলাকার রাস্তাঘাট, আবাসিক এলাকা। বাড়িঘর, হোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি।
জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে ৩শ' টিরও বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত, পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।




Comments