Image description

ভারতে গত দুদিনে বাংলাদেশের হাইকমিশন, উপ-হাইকমিশন ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভের মধ্যে আজ মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে এই খবর।

এর কয়েক ঘণ্টা আগে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। সে সময়ে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় ঢাকার ‘গভীর উদ্বেগে’র কথা প্রণয় ভার্মাকে জানানো হয়।

বাংলাদেশের কিছু অংশে ভারতবিরোধী সহিংস বিক্ষোভের পর সম্প্রতি ভারত ও বাংলাদেশে উত্তেজনা বাড়ছে, এর মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ ও ভারতে হাইকমিশনারদের তলব করা হলো।

এদিকে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ১৫ হাজার সেনা মোতায়েন করেছে ভারত।