Image description

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নামাজের সময় একটি জনাকীর্ণ মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে এই হামলা ঘটে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র নাহুম দাসো জানান, বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পরের ভয়াবহ দৃশ্য দেখা গেছে। সেখানে মার্কেট এলাকায় ধুলাবালি উড়তে দেখা যায় এবং আতঙ্কিত মানুষজন ছুটোছুটি করতে থাকেন।

এদিকে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ এএফপিকে জানান, অন্তত আটজন নিহত হয়েছেন। অপরদিকে স্থানীয় মিলিশিয়া নেতা বাবাকুরা কলো নিহতের সংখ্যা সাত বলে দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ জানান, তিনি বহু আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন বোকো হারাম ও আইএস-পশ্চিম আফ্রিকা প্রদেশের সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। বোকো হারাম ২০০৯ সাল থেকে বর্নো প্রদেশে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সহিংসতা শুধু নাইজেরিয়াতেই নয়, পার্শ্ববর্তী নাইজার, চাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে।