ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে বুধবার গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি ১১ বছর ধরে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন।
গুলি চালানোর আগে একজন বন্দুকধারী দানিশকে বলেছিল, ‘তুমি আমাকে এখনো চিনতে পারোনি, এখন তুমি চিনবে।’
সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট নীরজ জাদন নিশ্চিত করেছেন, রাওকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে গুলি চালানোর ঘটনাটি ঘটে।
এনডিটিভিকে জানানো হয়েছে, ছয়টি পুলিশ দল গঠন করা হয়েছে এবং পালিয়ে যাওয়া খুনিদের সনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গর্ব করার কয়েক ঘন্টা পরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় জনতা পার্টির এই নেতা রাজ্য বিধানসভায় বলেন, ‘প্রত্যেক ব্যক্তির জন্য নিরাপত্তার পরিবেশ অপরিহার্য। আজ প্রতিটি ব্যক্তি বলতে পারে উন্নত নিরাপত্তা পরিবেশের কারণে উত্তরপ্রদেশে বিনিয়োগ আসছে।’




Comments