Image description

ভারতের আসাম রাজ্যে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ডে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ২৬.৮০১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে। এছাড়া ধেকিয়াজুলি শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।

অপর একটি সূত্র বলছে, বাংলাদেশ সময় ৬টা ৪২ মিনিটে আসামের দেয়ালখণ্ডে ভূমিকম্প আঘাত হানে। গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গুয়াহাটি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।