ফরাসি চলচ্চিত্রের অন্যতম আইকন ও কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো মারা গেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানায়নি।
১৯৫৬ সালে তৎকালীন স্বামী রজার ভাদিম পরিচালিত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান বারদো। ওই সিনেমায় খালি পায়ে মাম্বো নাচের দৃশ্যটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। অগোছালো চুল আর সাহসী উপস্থিতির মাধ্যমে তিনি প্রথাগত নারী চরিত্রের ধারণা ভেঙে দেন। হয়ে ওঠেন ১৯৫০ ও ৬০–এর দশকের যৌন আবেদন ও নারী স্বাধীনতার প্রতীক। ফ্রান্সে তিনি সংক্ষেপে ‘বি.বি.’ নামেই বেশি পরিচিত ছিলেন।
১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসের এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বারদো। ১৫ বছর বয়সেই ‘ইলে’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়ে মডেলিং ও অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। যদিও শৈশবে নিজেকে তিনি ‘লাজুক ও চশমাপরা’ মেয়ে হিসেবে মনে করতেন, কিন্তু পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী মুখ।
সূত্র : রয়টার্স




Comments