Image description

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে কম্প্রিহেনসিভ ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে। এটি ইরাকের সঙ্গে হওয়া ১৯৮০ থেকে ১৯৮৮ সালের যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক ও জটিল।  

পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার শনিবার প্রকাশিত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের সরকারি ওয়েবসাইটে। ওই সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট এমন কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু ইউরোপীয় দেশ ইরানকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেছেন। 

মাসুদ পেজেশকিয়ানের ভাষায়, ইরাক যুদ্ধের সময় পরিস্থিতি ছিল স্পষ্ট। তারা ক্ষেপণাস্ত্র ছুড়ত আর আমরা জানতাম কোথায় পাল্টা আঘাত হানতে হবে। কিন্তু আজ তারা (যুক্তরাষ্ট্র, ইউরোপ) চারদিক থেকে ইরানকে ঘিরে রেখেছে। চাপ সৃষ্টি করছে, বাণিজ্য বাধাগ্রস্ত করছে এবং সমাজের ভেতরে বিভিন্ন বিষয়ে মানুষের প্রত্যাশা বাড়িয়ে তুলছে।

চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বাংকার-বাস্টার বোমা ব্যবহার করে এসব হামলা চালানো হয়।

এর এক সপ্তাহেরও বেশি আগে ইসরায়েল ইরানের ওপর আকস্মিক হামলা শুরু করে। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। কয়েকটি পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।