থার্টি ফার্স্ট নাইটের আনন্দ বিষাদে রূপ নিল সুইজারল্যান্ডে। নতুন বছর বরণের উৎসব চলাকালে দেশটির একটি মদের বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সুইস পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আল্পস পর্বতমালার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রানস মোন্টানার ‘লে কন্সটেলেশন’ নামক একটি বারে এই দুর্ঘটনা ঘটে। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই স্থানে তখন কয়েক শ মানুষ নতুন বছর বরণের উৎসবে মেতে ছিলেন।
সুইস সংবাদমাধ্যম ‘ডেইলি লে নোভেলিসতে’ জানিয়েছে, বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসকদের মতে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের উদ্ধারে দ্রুত পুলিশ, ফায়ার সার্ভিস ও একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, দুর্ঘটনার সময় বারে একটি কনসার্ট চলছিল এবং সেখানে আতশবাজি সদৃশ ‘পায়রোটেকনিকস’ ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ভয়াবহ এই ঘটনার পর ক্রানস মোন্টানা এলাকায় নিরাপত্তাজনিত কারণে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের আত্মীয়-স্বজনদের তথ্য দিতে এবং সহায়তার জন্য বিশেষ বুথ বা হেল্প ডেস্ক খোলা হয়েছে।
নতুন বছরের শুরুতেই এমন ভয়াবহ ট্র্যাজেডিতে শোকের ছায়া নেমে এসেছে সুইজারল্যান্ডসহ বিশ্বজুড়ে। পর্যটন কেন্দ্রটিতে থাকা শত শত মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসন পুরো এলাকাটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মানবকন্ঠ/আরআই




Comments