নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যায়, তাহলে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন। খবর এনডিটিভি
এসময় মোদীর প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী এক জন খুব ভাল মানুষ। উনি দারুণ মানুষ। কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প।
ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ‘এ বছরের শেষ নাগাদ ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে।’
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসও দীর্ঘায়িত বাণিজ্য চুক্তি আলোচনার মধ্যেই ট্রাম্পের মোদি-প্রশংসার কথা উদ্ধৃত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ভারতকে “একটি অসাধারণ দেশ” বলে উল্লেখ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র মোদির মধ্যে “একজন মহান বন্ধু” খুঁজে পেয়েছে।
তিনি লেখেন, “ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এটি একটি অসাধারণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। পিএম মোদির মধ্যে আমরা একজন মহান বন্ধু পেয়েছি।”




Comments