Image description

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস ও মিশনগুলোতে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে পর্যটক ভিসা দেওয়া উল্লেখযোগ্য হারে কমিয়ে দেওয়া হয়েছে। এর আগেই নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিস থেকে ভিসা প্রদান কার্যত বন্ধ রাখা হয়েছিল। ফলে বর্তমানে কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিস থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সীমিত পরিসরে চালু রয়েছে।

বাংলাদেশ উপদূতাবাস সূত্র জানায়, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও বুধবার থেকে পর্যটক ভিসা প্রদান ‘সীমিত’ করা হয়েছে। তবে বাণিজ্যিক  এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা ইস্যু করার প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিক রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার অজুহাতে ভারত তাদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয়। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে; কেবল মেডিকেল ও বিশেষ জরুরি প্রয়োজনে ভিসা দিচ্ছে ভারত। এর প্রেক্ষিতে বাংলাদেশও ভারতীয়দের জন্য পর্যটক ভিসা সীমিত করার এই পদক্ষেপ নিল বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি ভিসা নীতির কারণে পর্যটন খাত ও সাধারণ ভ্রমণকারীরা ভোগান্তির মুখে পড়তে পারেন।

মানবকণ্ঠ/আরআই