মার্কিন সেনাবাহিনীর হাতে আটক রাশিয়ার তেলবাহী জাহাজ ‘মেরিনেরা’য় তিন ভারতীয় নাবিক রয়েছেন বলে জানা গেছে। আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) মার্কিন সেনারা জাহাজটি আটক করে।
একাধিক রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আটককৃত নাবিকদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত তথ্যে জানা যায়, অপহৃত ওই জাহাজের নাবিকদের মধ্যে তিনজন ভারতীয় ছাড়াও ১৭ জন ইউক্রেনীয়, ছয়জন জর্জিয়ান এবং দুইজন রুশ নাগরিক রয়েছেন।
মস্কোর দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক জলসীমা থেকে খালি ট্যাঙ্কারটি আটক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বুধবারই ক্যারিবিয়ান সাগরে ‘সোফিয়া’ নামের আরেকটি তেলবাহী জাহাজের দখল নেয় মার্কিন কোস্টগার্ড।
ওয়াশিংটনের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল জাহাজ দুটি। এর আগে ইরানের তেল পরিবহনেও এগুলো ব্যবহৃত হতো। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, গত ২৪ ডিসেম্বর ‘বেলা-১’ নাম বদলে জাহাজটির নাম রাখা হয় ‘মেরিনেরা’। এরপর রুশ পতাকা উড়িয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কারাকাস থেকে রাশিয়ায় ফিরছিল জাহাজটি।
এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটক নাবিকদের কারও সঙ্গেই এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নাবিকদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়, সেজন্য মার্কিন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।




Comments