Image description

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেছেন, ইরানের সাবেক শাসকদের মতো তাকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে। দেশজুড়ে চলমান বিক্ষোভ এবং বিদেশি শক্তির ‘হস্তক্ষেপের’ জবাবে শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

খামেনি বলেন, ‘ট্রাম্পের জানা উচিত—রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব স্বৈরশাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিলেন। তাকেও (ট্রাম্প) একদিন একই পরিণতি বরণ করতে হবে।’

ইরানে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে খামেনি বলেন, ‘বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। ট্রাম্প যদি দেশ চালানো বুঝতেন, তবে নিজের দেশের অসংখ্য সমস্যা সমাধান করতেন।’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরান হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো চাপের মুখে পিছু হটবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি হুঁশিয়ারি দেন, ‘আগের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়া হবে।’

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’র দাবি, দুই সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও ৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার ২০০ জনকে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা দেশটির বিদ্যমান ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার বহিঃপ্রকাশ।