ভারতের গুজরাটের রাজকোট জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে দফায় দফায় ৯টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ১২ ঘণ্টার ব্যবধানে এই কম্পনগুলো রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোনো ধরনের প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিখটার স্কেলে এই কম্পনগুলোর মাত্রা ছিল ২.৭ থেকে ৩.৮-এর মধ্যে। আবহাওয়া দপ্তরের মতে, ভূমিকম্পগুলো ‘অতি ক্ষুদ্র’ এবং ‘সামান্য’ শ্রেণির ছিল।
আবাহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর দফায় দফায় আরও কম্পন হতে থাকে এবং সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। যদিও পর পর এতগুলো কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল, তবে বড় কোনো বিপদের আশঙ্কা দেখা দেয়নি।
মানবকণ্ঠ/বিএস




Comments