কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ সামাল দিতে তেহরান হিমশিম খাচ্ছে। সহিংসতায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন। শনিবার ট্রাম্পও বলেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত।
ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েল। কারণ ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান পাল্টা তাদের ওপর হামলা করতে পারে এমন আশঙ্কা তাদের। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ইসরায়েলের কর্মকর্তারা নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেন। সেখানে এমন অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ‘উচ্চ সতর্ক অবস্থানে’ থাকা বলতে কী বোঝানো হয়েছে, তা নিয়ে বৈঠকে উপস্থিত থাকা সূত্ররা বিস্তারিত কিছু জানাতে চাননি।
আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শনিবার ফোনালাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তাদের ওই ফোনালাপের সময় সূত্রটি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ সামাল দিতে তেহরান হিমশিম খাচ্ছে। সহিংসতায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন। শনিবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত।
গত বছরের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত হয়। এর শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমা হামলা করে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে প্রথমে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে এতে বিভিন্ন অঙ্গনের লোকজন অংশ নেন। তেহরানে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে ৩১টি প্রদেশে ছড়িয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। সাধারণ বিক্ষোভটি বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।
দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত শুক্রবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঐক্যের ডাক দিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। বিদেশিদের ‘ভাড়াটে’ হিসেবে যারা কাজ করছে, তেহরান তাদের কোনোভাবেই সহ্য করবে না।




Comments