বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্রিটিশ এমপির
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।
বৃহস্পতিবার হাউস অব কমন্সে তিনি বলেন, “হিন্দুদের রাস্তায় হত্যা করা হচ্ছে; তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে; মন্দিরে আগুন দেওয়া হচ্ছে; এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরাও একই ধরনের পরিণতির শিকার হচ্ছে।”
আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘তথাকথিত মুক্ত ও সুষ্ঠু নির্বাচন’ মন্তব্য করে বব ব্ল্যাকম্যান বলেন, “বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে সেই নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে, যদিও জনমত জরিপে তাদের সমর্থন প্রায় ৩০ শতাংশ।
তিনি বলেন, একই সঙ্গে ইসলামি উগ্রপন্থীরা একটি গণভোটের আহ্বান জানিয়েছে, যা বাংলাদেশের সংবিধানকে চিরতরে বদলে দিতে পারে।
এই ব্রিটিশ এমপি হাউজ অব কমন্সে জানতে চান, বাংলাদেশের নির্বাচন যাতে মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার কোনো বিবৃতি দেবেন কি না।
জবাবে হাউস অব কমন্সের নেতা অ্যালান ক্যাম্পবেল বলেন, “আমরা মানবিক পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে যুক্ত আছি এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি। মানবাধিকারের প্রচার ও সুরক্ষার বিষয়ে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকার রয়েছে এবং আমরা সে বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনেও জোর দিয়ে তুলে ধরছি।
“ধর্মীয় বা জাতিগত—যে কোনো ধরনের সহিংসতার আমরা নিন্দা জানাই এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই।
“তবে আমি সম্মানিত সদস্যের মন্তব্যগুলো পররাষ্ট্রমন্ত্রীর নজরে আনব এবং অবশ্যই উপযুক্ত সময়ে মন্ত্রণালয় একটি বিবৃতি দেওয়ার বিষয় বিবেচনা করবে বলে আমি নিশ্চিত।”
এর আগে গত সপ্তাহে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন যাতে অন্তর্ভুক্তিমূলক হয়, সেজন্য সম্প্রতি বিবৃতি দেন বব ব্ল্যাকম্যানসহ চার ব্রিটিশ এমপি।
তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে ‘গণতান্ত্রিক’ বলা যায় না। বিবৃতিদাতা অন্যরা হলেন—জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস ল।
এর আগে গত নভেম্বরেও বব ব্ল্যাকম্যান ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।




Comments