Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের চাপের প্রেক্ষাপটে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করেছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, বুধবার কার্যকর হওয়ার কথা থাকা এই মৃত্যুদণ্ডগুলো স্থগিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার হত্যাযজ্ঞ বন্ধে সব বিকল্প বিবেচনা করছে এবং এ বিষয়ে ট্রাম্প ও তার দল সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

গত ডিসেম্বরের শেষের দিকে মুদ্রা পতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রাজনৈতিক দাবিতে রূপ নেয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় ২,৪০৩ জন নিহত ও ১৮,৪৩৪ জন গ্রেফতার হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকাণ্ডকে অভূতপূর্ব মাত্রার অবৈধ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে এবং জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

মানবকণ্ঠ/আরআই