ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছে অন্তত ৭৩ জন। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানায়।
এর আগে গত শনিবার ভোরে বান্দুং বারাত জেলার একটি আবাসিক এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। আগের দিন শুরু হওয়া টানা ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারা সতর্ক করেছে, পশ্চিম জাভা ও দেশের আরও কয়েকটি অঞ্চলে আগামী এক সপ্তাহ বৃষ্টি হতে পারে।
ক্ষতিগ্রস্ত পাসির লাঙ্গু গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।
দুর্যোগ মোকাবিলা সংস্থার মতে, ভূমিধসে সেখানে ৩০টিরও বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।
সংস্থার মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে জানান, সোমবার পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৭৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।
রবিাবার সংস্থাটি জানায়, ছোট আকারের আরেকটি ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনুসন্ধানের জন্য ড্রোন ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে।
গত সপ্তাহে পশ্চিম জাভা ও জাকার্তাসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন।
মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে প্রায় ১,২০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই দুর্যোগে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।




Comments