Image description

নিরাপত্তা জনিত উদ্বেগের কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। গত ২৬ জানুয়ারি হালনাগাদ করা এক ভ্রমণ সতর্কবার্তায় এই পরামর্শ দেওয়া হয়।

পাকিস্তানকে বর্তমানে ‘লেভেল-৩’ সতর্কতার তালিকায় রাখা হয়েছে। এই স্তরের অর্থ হলো—সেখানে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের উচ্চ ঝুঁকি রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সেখানে সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয় এবং সরকারি ভবনগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

খাইবার পাখতুনখাওয়াসহ পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলকে ‘লেভেল-৪’ (Level 4) বা ‘ভ্রমণ নিষিদ্ধ’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন নাগরিকদের এসব এলাকায় ‘যেকোনো কারণেই’ ভ্রমণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সেখানে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুপ্তহত্যা এবং অপহরণের ঝুঁকি অত্যন্ত বেশি। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যও সমানভাবে প্রযোজ্য।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করেছে যে, পাকিস্তানে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ বা সমাবেশ করা বেআইনি। এই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে অতীতে মার্কিন নাগরিকদের আটক করার নজির রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী, ‘লেভেল-৩’ সতর্কতা বলতে নিরাপত্তার ক্ষেত্রে ‘গুরুতর ঝুঁকি’ বোঝায়, যেখানে পর্যটকদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়। অন্যদিকে, ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ পর্যায়ের ঝুঁকি, যেখানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।