Image description

নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮ পদের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮ পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮ পদের লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর ছয়টি কেন্দ্র এই পরীক্ষার জন্য নির্ধারিত ছিল।

মানবকণ্ঠ/এসআর