Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদানসহ এ-সংক্রান্ত কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখে আগামী ২৫ জানুয়ারির মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।  

সোমবার (৯ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেয়।  

শুনানিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং সহকারী আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া।  

আদালত শুনানি শেষে লিভ টু আপিল নিষ্পত্তি করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। একইসঙ্গে হাইকোর্টকে ২৫ জানুয়ারির মধ্যে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেন।  

এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগপত্র প্রদানসহ সংশ্লিষ্ট কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছিলেন।

মানবকণ্ঠ/এসআরএস