Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে পুলিশ বলেছে, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ১৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে নওরীন সুলতানা নামে এক তরুণীর ওপর হামলার ঘটনার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, বরং চট্টগ্রামের একটি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় নওরীন ও তার পরিবারের সদস্যরা আহত হন এবং ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এই ঘটনার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই।

তাই পুলিশ ভিডিওতে প্রচারিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের ঘটনা’ দাবি মিথ্যা বলে উল্লেখ করেছে এবং জনগণকে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে সতর্ক করা হয়েছে।