Image description

জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ এ তথ্য জানায়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে জানানো হয়, জুলাই আন্দোলনের ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর পুনরায় জামিন শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ জানায়, ডিবি তদন্ত করছে বলে রিভাকে জামিন দেওয়া সমীচীন হবে না।

তামান্না জেসমিন রিভা গত বছর ১৫ ডিসেম্বর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো এবং কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।