দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহ করতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে, প্রত্যেক উপজেলা সদরের অন্তত দুটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এ সংক্রান্ত রিটের আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী।
এর আগে, গত ১৭ আগস্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়।
রিটের শুনানি শেষে গত ১৮ আগস্ট হাইকোর্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন। পাশাপাশি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়।
হাইকোর্টে এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন বৃহস্পতিবার দাখিল করা হয়েছে। সেখানে সব উপজেলায় অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশনা ও সদরের অন্তত দুটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।




Comments