Image description

এবার ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মা আছিয়া বেগম। কোনো কুচক্রী মহলের দ্বারা তার ছেলে ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা তার। আর সেটি জানিয়ে নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বুধবার আছিয়া বেগম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডিটি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমার ছেলে জাকির খান বিএনপির রাজনীতি করায় প্রতিহিংসার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়িত করে। আওয়ামী লীগ আমলে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন। বর্তমানে ওই সব মামলায় খালাস পেয়ে বিএনপির সব কর্মসূচি পালন করে আসছেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল জাকির খানের ক্ষতিসাধন করতে পারে। ফলে তিনি তার ছেলের (জাকির খান) নিরাপত্তা চান।’

প্রসঙ্গত, জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যাসহ ৪টি হত্যাসহ মোট ৩৩টি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময় কারাগারে ছিলেন তিনি। ২০০৩ সালে ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান।

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‍্যাব। 

এর পর থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। চলতি বছরের ১৩ এপ্রিল তিনি কারামুক্ত হন। এদিন শহরজুড়ে ব্যাপক শোডাউন দিয়ে আলোচনায় আসেন জাকির খান। এরপর থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে।