Image description

দ্বৈত নাগরিকত্বের দায়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (১৮ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়ন বাতিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার আপিল শুনানির শেষ দিনে ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।