Image description

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) কারাগার থেকে তাকে ঢাকার আদালতে হাজির করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস ঢাকা থেকে একটি কথিত প্রতিষ্ঠান স্কাইনেট অ্যাপারেলস লিমিটেডের নামে ঋণ অনুমোদন ও বিতরণ করেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।

আরও বলা হয়, বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসির মাধ্যমে কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করা হয়। এর মাধ্যমে আংশিক ফিনিশড রপ্তানি দেখালেও প্রায় ১ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে প্রত্যাবাসন করা হয়নি। এতে মোট ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগে আরও উল্লেখ করা হয়, আত্মসাৎ করা অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

মানবকণ্ঠ/আরআই