প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের হাওয়া। বর্ষা বিদায় নিতে না নিতেই শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। তাই আলমারি থেকে লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেট-মাফলার বের করার সময় আসন্ন। কিন্তু দীর্ঘদিনের ভাঁজ করে রাখা এসব পোশাক থেকে একটি স্যাঁতসেঁতে বা পুরনো গন্ধ আসা খুবই স্বাভাবিক। এই সমস্যা সমাধানে অনেকেই ড্রাই ক্লিনিংয়ের দ্বারস্থ হন, যা বেশ ব্যয়বহুল। তবে বিশেষজ্ঞরা বলছেন, ড্রাই ক্লিনিংয়ের মোটা অঙ্কের খরচ বাঁচিয়ে কিছু সহজ ঘরোয়া উপায়েই শীতের পোশাককে দুর্গন্ধমুক্ত ও সতেজ রাখা সম্ভব। তাহলে আর দেরি না করে জেনে নিন সেই কার্যকর ও সাশ্রয়ী টোটকাগুলো।
বেকিং সোডার ব্যবহার
দুর্গন্ধ শুষে নেওয়ার ক্ষেত্রে বেকিং সোডা অত্যন্ত শক্তিশালী। একটি ছোট পাত্রে পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা নিয়ে আলমারির এক কোণে রেখে দিন। অথবা, আলমারি থেকে শীতের পোশাক বের করার পর সেগুলোর ভাঁজে ভাঁজে বেকিং সোডা ছড়িয়ে রাখতে পারেন। এভাবে একটি রাত রেখে দিন। পরদিন একটি ব্রাশ দিয়ে হালকা করে ঝেড়ে নিলেই দেখবেন, পোশাক থেকে দুর্গন্ধ উধাও হয়ে গেছে।
ভিনিগারের জাদু
সাদা ভিনিগার ও জল সম-পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর জ্যাকেট, সোয়েটার বা কার্ডিগানে ভালোভাবে স্প্রে করুন। তারপর পোশাকগুলো রোদে বা খোলা হাওয়ায় শুকোতে দিন। এই পদ্ধতিতে পোশাক পরিষ্কার ও সতেজ হবে, আর আপনার লন্ড্রি খরচও অনেকটা বেঁচে যাবে।
এসেনশিয়াল অয়েলের সুগন্ধ
শীতের পোশাক থেকে অপ্রীতিকর গন্ধ দূর করতে এসেনশিয়াল অয়েল বেশ কার্যকর। ল্যাভেন্ডার, টি ট্রি, ইউক্যালিপটাস বা সিট্রোনেলার মতো যেকোনো পছন্দের এসেনশিয়াল অয়েল বেছে নিতে পারেন। এক কাপ জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্প্রে বোতলে ভরে গরম পোশাকে স্প্রে করুন। এরপর কয়েক ঘণ্টা খোলা হাওয়ায় রেখে দিলেই দুর্গন্ধ দূর হয়ে পোশাকে স্নিগ্ধ সুগন্ধ ছড়িয়ে পড়বে।
অ্যাক্টিভেটেড চারকোলের ক্ষমতা
আলমারির এক কোণে একটি পাত্রে অ্যাক্টিভেটেড চারকোল রেখে দিতে পারেন। জামাকাপড়ের স্যাঁতসেঁতে বা পুরনো গন্ধ দূর করতে এটি একটি দারুণ প্রাকৃতিক টোটকা। ন্যাপথলিনের পরিবর্তে অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করা যেতে পারে, যা প্রাকৃতিকভাবে দুর্গন্ধ শোষণ করে পরিবেশকেও সুরক্ষিত রাখে।
Comments