সাভারে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
সাভার সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধেই সাজানো মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ব্যানারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ছাড়াই সাভার মডেল থানা মামলাটি গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের এমন দায়িত্বহীনতার বিষয়ে ঊর্ধ্বতল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
বক্তারা আরও বলেন, সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহের সময় দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শেখ শরিফ ও চ্যানেল এস এর জাহিদুল ইসলামের উপর চেয়ার উঁচু করে হামলা চালান কতিপয় কর্মকর্তা-কর্মচারী। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, হামলা, তাদের হেনস্তা পরও পুলিশ মামলা গ্রহণ করেনি। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে হামলাকারীদের সাজানো মিথ্যা মামলা পুলিশ ঠিকই নথিভুক্ত করেছে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।
এ ধরনের সাজানো মিথ্যা মামলা তীব্র নিন্দা নিন্দা ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।
মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।




Comments