Image description

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি জাহিদ রিপন (৫১) আর নেই। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ রিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া পৌর শহরের বাদুরতলী স্লুইস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় এতিমখানা গোরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

এর আগে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সহকর্মীরা মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জাহিদ রিপন এটিএন বাংলা, এটিএন নিউজের পাশাপাশি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপকূল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মহিপুর থানা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ছিলেন।

পেশাগত জীবনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন আপোষহীন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, জাহিদ রিপনের মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। পটুয়াখালী জেলা ও উপজেলার সকল সাংবাদিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর