
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্যটন সচিব নাসরীন জাহান। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পর্যটন সচিব বলেন, ‘পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। প্রতিদিন ২ হাজার পর্যটক যেতে পারবেন। খোলা থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দুই মাস দিনে গিয়ে, দিনেই ফিরে আসতে হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। ফেব্রুয়ারির পর আবার বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে সেন্টমার্টিনের অবস্থা বিবেচনা করে ধাপে ধাপে সময় বাড়তে পারে।’
এ সময় পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সেন্টমার্টিনসহ পুরো দেশের পর্যটনের বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া নিষিদ্ধ করা হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে এ নিষেধাজ্ঞা।
Comments