
হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এর আগে শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিরন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসে ৩৬টি ইউনিট। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দেয় ২ প্লাটুন বিজিবিও।
এদিকে আগুন নিয়ন্ত্রণের সময় দুইজন আহত আছে। এদের একজন আনসার সদস্য, অপরজন কার্গোতে দায়িত্বরত। তবে পরিচয় পাওয়া যায়নি।
Comments