
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীরা।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের এই বিমানবন্দরে দেখা যায়, মধ্যপ্রাচ্যগ্রামী শতাধিক প্রবাসী যাত্রী অলস সময় কাটাচ্ছেন। তারা ফেনী, কুমিল্লা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং অসংখ্য যাত্রী মালামালের ট্রলিতে বসে আছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ও ডোমেস্টিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৪টি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক ফ্লাইট।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় চট্টগ্রামের পাশাপাশি সিলেট-কলকাতায়ও বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।
চট্টগ্রামে এসব ফ্লাইট নামায় এবং সেখান থেকে ছেড়ে গিয়ে ঢাকায় ট্রানজিট থাকা ফ্লাইটগুলোর উড়োজাহাজ আপাতত ছেড়ে যাচ্ছে না। দুবাই ও শারজাগামী দুইটি ফ্লাইটের যাত্রী চেক-ইন আপাতত বন্ধ রয়েছে। যার ফলেই সেখানে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আর ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।
Comments