Image description

সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার। তবে শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অনশনসহ তাদের চলমান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়িভাড়া ভাতা সংক্রান্ত এই অগ্রগতি হয়েছে। আমরা মনে করি, শিক্ষক সমাজের আরও বেশি প্রাপ্য। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এর জন্য অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষকদের প্রতি সর্বোচ্চ চেষ্টা করেছি। এই অবস্থায় আন্দোলনরত শিক্ষকদের সরকারের সিদ্ধান্ত মেনে ক্লাসে ফিরে যাওয়া উচিত।”

অর্থ মন্ত্রণালয় রোববার এক আদেশে জানিয়েছে, বর্তমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। তারা বাড়িভাড়া ভাতার হার বৃদ্ধির দাবিতে আমরণ অনশনসহ তাদের চলমান আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আবারও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষকদের ক্লাসে ফিরে শিক্ষার্থীদের পাশে থাকা উচিত। সরকার তাদের দাবি পূরণে সাধ্যমতো চেষ্টা করছে।”