Image description

আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদ শাসন বাংলাদেশেকে বন্দী করে রেখেছিল, গুম করে রেখছিল, আইন বহির্ভূত শাসনে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রকাশনা উৎসব ও ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসন বাংলাদেশেকে বন্দী করে রেখেছিল, গুম করে রেখছিল, আইন বহির্ভূত শাসনে পরিণত করেছিল।’ 
 
‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের লেখক ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম বলেন, ‘দেশের মানুষের অধিকার যাতে আর কেউ ক্ষুণ্ন করতে না পারে তেমন দেশ গড়তে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানাই।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট নিজ বাসা থেকে নিয়ে যাওয়ার পর দীর্ঘ ৮ বছর গুম থাকেন মীর আহমেদ বিন কাসেম। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিন ৬ আগস্ট মীর আহমদ মুক্তি পান।