Image description

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী ইসমাইল ভূঁইয়া ক্যানসারে আক্রান্ত। ২০২৪ সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, রাজলক্ষ্মীসহ উত্তরা পূর্ব থানা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন গড়ে তুলেছেন।

বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, মৌন মিছিল, মার্চ টু ঢাকা—এসব কর্মসূচিতে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন এবং গণঅভ্যুত্থান-বিপ্লবের ধারাবাহিকতায় ‘হাসিনার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকারে ছিলেন অবিচল।

তিনি এখন ক্যানসার আক্রান্ত। দেশে চিকিৎসা নিচ্ছেন এবং শিগগির উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

পাশাপাশি তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।