Image description

জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সাথে বা রাজনৈতিক দলের সাথে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য এবং সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সোমবার দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

জুলাই সনদ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐকমত্য কমিশন। এই দলগুলোর অভিযোগ, কমিশন জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে। এমন প্রেক্ষাপটে কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

বদিউল আলম মজুমদার জোর দিয়ে বলেন, "ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য ঠিকই বের হয়ে আসবে।"

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের ভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই।"