Image description

দেশের বিভিন্ন স্থানে বাউল ও তাদের ভক্ত-অনুরাগীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “মানিকগঞ্জসহ দেশের যেসব জায়গায় বাউলদের ওপর বা তাদের কর্মসূচিতে হামলা হয়েছে, সেখানে জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযান চলছে।”

উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সম্প্রতি মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

এর মধ্যে খুলনায় ছাত্রজোটের মানববন্ধনে হামলায় ১৫ জন এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল ও ভক্তদের ওপর হামলায় বেশ কয়েকজন আহত হন। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।