ঢাকাসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার বিকেলে অনুভূত হওয়া ভূমিকম্পটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিকেল ৪টা ১৭ মিনিটে অনুভূত হওয়া এই কম্পনটিকে গত ২১ নভেম্বরের বড় ভূমিকম্পের ‘আফটার শক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আবহাওয়াবিদ রুবায়েত কবির বিবিসি বাংলাকে বলেন, “সম্প্রতি যে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে, এটি তারই আফটার শক। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে বৃহস্পতিবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬ এবং এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালীগঞ্জ।
উল্লেখ্য, গত ২১ নভেম্বরের ভূমিকম্পে দেশে ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছিলেন।




Comments