যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দেশের মানুষের ব্যাপক আস্থা রয়েছে। জরিপ বলছে, দেশের ৭০ শতাংশ মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্ট।
আইআরআই-এর ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’ পরিচালিত এই গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন।
জরিপের তথ্যমতে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা গেছে।
ভোটদানে আগ্রহ: ৬৬ শতাংশ মানুষ ভোট দিতে ‘খুবই আগ্রহী’ এবং ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’ বলে জানিয়েছেন।
সুষ্ঠু নির্বাচনের আশা: জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ বিশ্বাস করেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জরিপের ফলাফল সম্পর্কে আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, "স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।"
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশিদের এই উৎসাহ ও উদ্দীপনা প্রমাণ করে যে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে থাকে। রাজনীতি, শাসনব্যবস্থা ও নীতিমালা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার লক্ষ্যেই এই জরিপ করা হয়। সংস্থাটি বর্তমানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কাজ করছে।
সূত্র: বাসস




Comments