হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে শেষে জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে এই কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এই গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে এই ওয়ার্কওভার সম্পন্ন করা হয়।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, আগে এই কূপ থেকে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও সঙ্গে অতিরিক্ত পানি ও বালু উঠে আসত। ওয়ার্কওভারের ফলে সেই সমস্যার সমাধান হয়েছে এবং গ্যাসের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে।
এছাড়া, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে কৈলাসটিলা-১ কূপ থেকে আরও ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি চলতি ডিসেম্বরের মধ্যেই সিলেট-১০ এক্স, সিলেট-১১ ও শ্রীকাইল-৫ এবং আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিয়ানীবাজার-২ ও সেমুতাং-৬ কূপের কাজ শেষ হলে গ্যাস সরবরাহ আরও বৃদ্ধি পাবে।




Comments