প্রবাসীদের জন্য তৈরি পোস্টাল ব্যালটে আওয়ামী লীগের দলীয় প্রতীক 'নৌকা' রাখা নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, বর্তমানে দেখা যাওয়া ব্যালটটি কেবল একটি 'নমুনা' বা স্যাম্পল। মূল ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইসির প্রস্তুতকৃত পোস্টাল ব্যালটের নমুনায় নৌকা প্রতীক দেখা যাওয়ায় জনমনে প্রশ্ন ওঠে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং ইসির প্রতীক তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে, তাই ব্যালটে এই প্রতীকের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "পোস্টাল ব্যালটে যে নৌকা প্রতীক দেখানো হয়েছে, তা কেবল নমুনা মাত্র। এটি চূড়ান্ত বা কার্যকরী ব্যালট নয়। মূল ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে না।" তিনি আরও জানান, শুধু নৌকা নয়, বাতিলকৃত বা স্থগিত অন্যান্য প্রতীকও মূল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে না।




Comments