দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে মশাবাহিত এই রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে, যার সংখ্যা ৯২ জন। এরপরই রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা, যেখানে ৭২ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল ও ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন করে, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৯৬ হাজার ৮২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের।
অন্যদিকে, গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৬ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯৪ হাজার ৬২৪ জন।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জন মারা যান। এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দেয়, সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।




Comments