Image description

সরকারি হাসপাতালে চলমান অচলাবস্থা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লাগাতার কর্মবিরতির ফলে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সাধারণ রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। জনগণের এই ভোগান্তিতে মন্ত্রণালয় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে।

আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ম গ্রেড প্রদানের দাবিটি দীর্ঘদিনের। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় তাদের প্রয়োজনীয় কাজ ইতিবাচকভাবে সম্পন্ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও এ বিষয়ে আন্তরিক। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত।

মন্ত্রণালয় আরও জানায়, এর আগে সচিবের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদের সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছিল। এরপরও রোগীদের জিম্মি করে আন্দোলন চালিয়ে যাওয়াকে ‘সেবামূলক পেশার পরিপন্থী’ বলে অভিহিত করা হয়েছে।

এমতাবস্থায়, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করে সবাইকে দ্রুত কাজে যোগদানের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এই নির্দেশ অমান্য করে অত্যাবশ্যকীয় সেবা বন্ধ রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।