ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালটে ভোটগ্রহণ চলবে।
সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:
মনোনয়নপত্র জমা: শেষ সময় ২৯ ডিসেম্বর।
বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
আপিল: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহার: শেষ সময় ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
প্রচার-প্রচারণা: ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন।
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন।
তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন।
সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এতে মোট ভোটকক্ষ থাকছে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি।
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের লক্ষ্যে ইসি বিশেষ নির্দেশনা জারি করেছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় প্রতি উপজেলা বা থানায় অন্তত দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে।




Comments