অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে কূটনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি জনস্বার্থে বেশ কিছু অর্থনৈতিক ও আইনি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিতে খেজুর আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ কমানো হয়েছে। প্রেস সচিব জানান, খেজুরের শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাটও কমানোর সিদ্ধান্ত হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব কমবে বলে জানানো হয়।
বৈঠকে ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ’ এবং ‘আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয়) অধ্যাদেশ’সহ তিনটি নতুন আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতি রোধে একটি সুনির্দিষ্ট নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছে সরকার। শফিকুল আলম বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে তা কঠোরহস্তে দমন করা হবে এবং বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে। তবে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি একটি উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।




Comments