Image description

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত (বুধবার ভোর) আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর ধানমণ্ডির বাসায় রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন নাহিদ। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পেশাগত জীবনে নাহিদ রিয়াসাদ ‘টাইমস অব বাংলাদেশ’ নামের একটি গণমাধ্যমে কর্মরত ছিলেন। তবে সাংবাদিকতার পাশাপাশি ব্যক্তিগত ভ্লগিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।

তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।